• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ১০:৪১ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০২২, ১০:৪১ এএম

মোরেলগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ

মোরেলগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ

মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সক্রান্ত বিরোধের জেরে মারপিট ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জন আহত হয়েছে। 

রবিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার তেলিগাতী ইউনিয়নের তেলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল হামিদ খান ও প্রতিবেশী ফরিদ গাজীর মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রবিবার ফরিদ গাজী জমিতে কাজ করতে গেলে দু’পক্ষের মধ্যে ঝগড়া লাগে। 

এক পর্যায়ে হামিদ খান ঘর থেকে তার লাইসেন্সধারী একনলা বন্দুক নিয়ে ফরিদ গাজীকে লক্ষ করে গুলি ছোড়েন। হামিদ খানের ভাই ওই সময় গুলি ঠেকাতে বন্দুক ধরে টান দিলে গুলি লক্ষভ্রষ্ট হয়। পরে বন্দুক দিয়ে ফরিদ গাজীকে পেটালে বন্দুপি দ্বিখন্ডিত হয়ে যায়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানিয়েছেন, মারপিট ও ফাঁকা গুলির খবর শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে এসআই লতিফ বলেন, সীমানা বিরোধের ঝঁগড়ায় ব্যবহৃত বন্দুকটি পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

জাগরণ/আরকে