• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ১১:৩১ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০২২, ১১:৩১ এএম

পটুয়াখালীতে অপহরণ ঘটনায় সেবক লীগের নেতাসহ গ্রেপ্তার ৬

পটুয়াখালীতে অপহরণ ঘটনায় সেবক লীগের নেতাসহ গ্রেপ্তার ৬

পটুয়াখালীতে ২০ কোটি টাকা মুক্তিপন চেয়ে ব‌্যবসায়ী শিবু লাল দাসকে অপহরণ পরবর্তিতে উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান পারভেজসহ মোট ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ঘটনার মূল পরিকল্পনাকারী মামুন ওরফে ল্যাংড়া মামুনসহ অন্যান্যরা পলাতক আছে। 

তাদের গ্রেপ্তারে পটুয়াখালী ও ঢাকা মেট্রোপলিটন ডিবির একাধিক টিম কাজ করছে বলে জানান পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ। 

রবিবার (১৭ এপ্রিল) দুপুর সোয়া ১টায় পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো- শামিম আহম্মেদ (৩৯), আক্তারুজ্জামান সুমন (৩২), আতিকুর রহমান পারভেজ (৩২), মিজানুর রহমান ওরফে সাবু গাজী (৪০), মোঃ বেল্লাল হোসেন (৪১) , মোঃ সাব্বির আহম্মেদ ওরফে জুম্মান (৩২)। 

এদের মধ্যে বেল্লাল ও সাব্বিরের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায বাকীরা পটুয়াখালী শহরের।

পুলিশ সুপার জানান, পুরো ঘটনার সাথে ১০ থেকে ১৫ জন জড়িত থাকার বিষয়টি স্পষ্ট। ঘটনার পরপরই তারা আত্মগোপনে চলে গেলেও খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা হবে। 
  
উল্লেখ্য, গত ১১ এপ্রিল রাতে পটুয়াখালীর গলা‌চিপা থে‌কে পটুয়াখালী আসার প‌থে ব‌্যবসায়ী শিবু লাল দাসকে তার ব‌্যবহৃত প‌্যারা‌ডো গাড়ী ও চালকসহ অপহরণ ক‌রে দুষ্কৃতকারী। এরপর ২০ ‌কো‌টি টাকা মুক্তিপন চাওয়া হয়। ২৪ঘন্টার মাথায় প‌রের দিন রাত সা‌ড়ে ১০ টার সময় শহ‌রের সবুজ বাগ এলাকার এস‌পি কম‌প্লেক্সের আন্ডারগ্রাউন্ড থে‌কে হাত পা মুখ বাধা বস্তাব‌ন্দি অবস্থায় শিবু ও চালক মিরাজ‌কে পু‌লিশ উদ্ধার ক‌রে।

জাগরণ/আরকে