পত্নীতলা প্রতিনিধি
পত্নীতলায় ট্রাকটরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু তালেব (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঘোষনগর ইউপির সরদারপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব উপজেলার আমাইড় ইউপির উত্তর দূর্গাপুর গ্রামের মৃত আয়েন উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী আবু তালেব ব্যক্তিগত কাজে পার্শ্ববর্তী ঘোষনগর ইউপির সরদারপাড়া মোড়ে আসলে অপর দিক থেকে আসা ট্রাকটরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আবু তালেব ট্রাকটরের নিচে চাপা পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্ত্যবরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটরটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
জাগরণ/আরকে