• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ১২:১৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০২২, ১২:১৬ পিএম

গোদাগাড়ীতে বিদেশী পিস্তলসহ যুবক আটক

গোদাগাড়ীতে বিদেশী পিস্তলসহ যুবক আটক

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে তিনটি বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবাসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

রবিবার (১৭ এপ্রিল) রাত ১২ টার দিকে দিকে সিপিসি-২, নাটোর ক্যাম্পের র‌্যাব সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা কাশিমপুর এলাকায় র‌্যাব -৫ এর অধিনায়ক লে: কর্ণেল রিয়াজ শাহরিয়ারের নেতৃত্বে একটি অবৈধ অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করে। এই সময় তিনটি বিদেশী পিস্তল, ৭ ম্যাগাজিন, ১৯ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী রবিউল ইসলাম (২৫) কে গ্রেপ্তার করে। 

সে চাঁপাইনবাবগঞ্জ জেলার তাহেরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। 

র‌্যাব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে আটককৃত ব্যক্তি স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ গোপনে অস্ত্র কেনা-বেচা করে আসছে।

এই ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানান।

জাগরণ/আরকে