• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২, ১১:৪৭ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৯, ২০২২, ১১:৪৭ এএম

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাতক্ষীরার পাটকেলঘাটায় পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। 

সোমবার (১৮ এপ্রিল) ভোরে সাতক্ষীরা খুলনা হাইওয়ের তালা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটার পরে দুপুরের তারা মারা যান।

হাইওয়ে পুলিশের চুকনগর ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের ইয়াসিন আলী (৩০) ও আগরদাঁড়ি গ্রামের লাল্টু সরদার (২৮) সোমবার ভোরে পিক-আপে চড়ে গরু কিনতে যাচ্ছিলেন বাগেরহাট জেলার ফকিরহাটে। তাদের বহনকারি পিকআপটি কুমিরা বাসস্ট্যান্ডে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি বালির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় পিকআপ থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পাওয়াসহ গুরুতর আহত হন তারা। স্থানীয়রা ইয়াসিন আলীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও লাল্টুকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের মৃত্যু হয়।

জাগরণ/আরকে