• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২, ০৪:২৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৯, ২০২২, ০৪:২৫ পিএম

তারাবিহ নামাজে ভুল ধরা নিয়ে সংঘর্ষ

তারাবিহ নামাজে ভুল ধরা নিয়ে সংঘর্ষ

পাবনার ভাঙ্গুড়ায় তারাবিহ নামাজে ভুল ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ২ জন আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

রবিবার রাতে ঐ উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবিহ নামাজ চলাকালে সুরা ইখলাস পড়ার সময় ইমামের উচ্চারণে ভুল ধরেন নামাজ পড়তে আসা সিকান্দার নামে এক ব্যক্তি। এ নিয়ে সালাম নামে এক ব্যক্তির সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়ান তিনি। মসজিদে উপস্থিত সিকান্দারের ছেলে ফরহাদ এক পর্যায়ে সালামকে মারধর করতে চাইলে উপস্থিত মুসল্লিরা তাদের থামিয়ে দেন। এরপর পুনরায় নামাজ শুরু হলে ফরহাদ মসজিদ থেকে বের হয়ে তার স্বজনদের ডেকে আনেন। পরে ফরহাদ ও তার স্বজনরা মসজিদের বাইরে দাঁড়িয়ে সালামকে হুমকি দিতে থাকেন।

ঐ সময় উপস্থিত মুসল্লিরা সালামকে মসজিদের বাইরে যেতে নিষেধ করেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফরহাদ ও আক্কাস আলী আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ইউএম