গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের সিএসই ও খুলনার খালিশপুরের আব্দুর রহমানের ছেলে আবদুর রহিম মাসুম (২০) এবং একই এলাকার ইয়াহিয়া খানের ছেলে সাহাবুদ্দিন মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুল ইসলাম (২১)।
কাশিয়ানী থানার এসআই সজীব কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৯ টায় ঘটনাস্থলে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে খুলনাগামী মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে ও মটর সাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলে মটরসাইকেল চালক আবদুর রহিম মাসুম নিহত ও তার বন্ধু আতিকুল ইসলাম মারত্মক আহত হয়। পরে পুলিশ ও স্থানীয়রা আতিকুলকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুই বন্ধু ঢাকা থেকে মোটরসাইকেল যোগে খুলনা যাচ্ছিলেন।
নিহতদের লাশ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
জাগরণ/আরকে