গাজীপুরের কালিয়াকৈরে সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে, ঈদকে কেন্দ্র করে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ ও আকবর আলী ফাউন্ডেশন এর উদ্যোগ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সোমবার (২৫ এপ্রিল) কলেজের অডিটোরিয়াম কক্ষে সমাজের অবহেলিত একঝাঁক শিশু-কিশোর ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন। হঠাৎ উপহার পেয়ে আচমকা যেন চমকে উঠল কোমলমতি শিশুরা। কারও চোখে জল, কেউবা আবার তাকিয়ে রইল বিস্ময় ভরা দৃষ্টিতে।
উপস্থিত সকলের মাঝে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ ও আকবর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: হাবিবুর রহমানের নিজ হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন সালাহ উদ্দিন সৈকত প্রশাসনিক কর্মকর্তা, আব্দুল জি বারেকসহ প্রমূখ।
আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের হাসি ফোটানোর লক্ষে তারা এমন উদ্যোগ নিয়েছেন। আগামী বছরগুলোতে আরও বড় পরিসরে এই ধরণের সমাজ পরিবর্তনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
জাগরণ/আরকে