পত্নীতলা প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলা থেকে ৫৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজু হোসেন (৩০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার অমরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাজু হোসেন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। র্যাব-৫ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর হাসান মাহমুদ ও উপ-অধিনায়ক মাসুদ রানা এবং উপ-অধিনায়ক আমিনুল ইসলামের নেতৃত্বে দুপুরে উপজেলার অমরপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ৫৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী রাজু হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে।
প্রেস বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু হোসেন দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
জাগরণ/আরকে