• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২, ০৪:২১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৮, ২০২২, ০৪:২১ পিএম

হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদুল ফিতর ও শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে সচল থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মধ্য যাত্রী পারাপার কার্যক্রম।

বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, রবিবার ১ মে থেকে ৬ মে পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার (৭ মে) পুনরায় বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

এক চিঠির মাধ্যমে হিলি কাস্টমস, হিলি স্থলবন্দর, সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যাংক, ভারতীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে হিলি ইমিগ্রেশনের ওসি বদিউজ্জামান বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্য পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

জাগরণ/আরকে