পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাকিল ভূইয়া (২৯) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মৌডুবি ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, অভাবের তাড়নায় আত্মহননের পথ বেছে নেন শাকিল।
ওই গ্রামের আনোয়ার ভূইয়ার ছেলে শাকিল। তিনি সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। তার উপার্জনের অর্থেই চলতো বাবা-মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ ছয় সদস্যের সংসার।
শাকিলের পরিবারের ভাষ্যমতে, এক মাস আগে ধারদেনা করে নিজেদের বসবাসের জন্য একটি টিনশেড ঘর নির্মাণ শুরু করেন শাকিল। এতে ৭০ হাজার টাকার মতো দেনা হয়। তাই এই দেনার টাকা কিভাবে পরিশোধ করবে, এ নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছিল তার। তাদের ধারণা, অভাবের তাড়না সইতে না পেরে শাকিল আত্মহননের পথ বেছে নিয়েছেন।
স্থানীয়রা জানান, গতকাল সকালে নিজ বাড়ি-সংলগ্ন একটি গাছে ঝুলন্ত অবস্থায় শাকিলের মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। তাদের আহাজারিতে প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি জানতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।