রাজশাহীতে ভুয়া পুলিশ পরিচয়ে নারীদের কাছে মাদক তল্লাসী করতে চেয়ে জনতার হাতে ধরা পড়েছে দুই যুবক। পরে তাদের আটক করে নগরীর বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
বোয়ালিয়া থানা পুলিশ জানিয়েছে, নগরীর হাদির মোড় এলাকায় দুই পুলিশ পরিচয়দান কারী যুবককে জনতার হাত থেকে তারা উদ্ধার করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সাহেব বাজারের ব্যবসায়ী বাপ্পি নামের আরেক যুবক। অভিযোগে বলা হয়েছে, চারঘাট উপজেলার টাঙন এলাকা থেকে দুই নারী রিকশা যোগে রাজশাহীতে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। এসময় চারঘাট উপজেলার খোর গবিন্দপুর গ্রামের মাহাবুর সরকারের ছেলে সোহান (২৫) এবং নগরীর সিপাইপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে সেলিম (২৪) তাদের পথ রোধ করে মাদক বহন করছেন বলে অভিযোগ আনেন। এসময় তারা বার বার ঐ দুই নারীকে রিক্শা থেকে নামিয়ে মাদক উদ্ধারের নামে তল্লাশী চালানোর চেষ্টা করেন।
এভাবে রাজশাহী আসার পথে কাটাখালি থানা ও রুয়েটের গেলে নারীদের রিকশার পথ রোধ করে সোহান ও সেলিম। পরে এ নারীরা তাদের স্বজনদের ফোন করলে যুবকরা পালিয়ে সাহেব বাজারের দিকে যেতে থাকে।
স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে হাদির মোড় এলাকায় আটক করে তাদের পরিচয় জানতে চায়। চ্যালেঞ্জ করার পর পুলিশ হিসেবে পরিচয় দিতে ব্যর্থ হলে তাদের আটকে রেখে বোয়ালিয়া থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঐ দুই নারী ও অভিযুক্ত দুই যুবককে থানায় নিয়ে যান। পরে অপরাধের ঘটনাস্থল কাটাখালি থানার অন্তর্গত হওয়ায় আসামীদের সেই থানায় পৌছে দেয়া হয়। কাটাখালি থানা বিষয়টি তদন্তের পর ব্যবস্থা গ্রহন করবে বলে জানিয়েছে। এদিকে আট দুই যুবকের একজন জানিয়েছেন, তারা একটি মাদক বিরোধী সংগঠনে কাজ করেন। এই দুই নারী মাদক পাচারকারী বলে নিশ্চিত করছেন তারা। তাই তাদের তল্লাসী করা প্রয়োজন বোধ করছেন তারা।