• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ১১:৪৫ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৬, ২০২২, ১১:৪৫ এএম

সিত্রাংয়ে ড্রেজার ডুবি : আরও ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

সিত্রাংয়ে ড্রেজার ডুবি : আরও ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে বালু তোলার ড্রেজার ডুবির ঘটনায় আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের আনিচ মোল্লার ছেলে ইমাম মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা ও সেকান্দার বারীর ছেলে জাহিদ বারী।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান গণমাধ্যমকে বলেন, ডুবে যাওয়া ড্রেজার থেকে সকালে আরও তিনটি মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এ পর্যন্ত এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হলো।

এ ঘটনায় নিখোঁজ বাকিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে বলেও জানান মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি।

সোমবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ৩ নম্বর জেটি এলাকার পশ্চিমে এ ড্রেজার ডুবির ঘটনা ঘটে। এতে আট শ্রমিক নিখোঁজ হয়।

ইউএম