
রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে গলায় ফাঁস দেয়া এক নারী কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বিউটি আকতার (২২)।
বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাতে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফরুক।
তিনি বলেন, নারী কনস্টেবল রাজারবাগ পুলিশ লাইনের তিন নম্বর কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি ওই কলোনিতে স্বামীর সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার নিজ বাসায় ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। দাম্পত্য কলহের জের ধরে ঘটনাটি ঘটে। এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এইচ এম/টিএফ