
ময়মনসিংহের ধোবাউড়ায় মাকে ছুরিকাঘাত করে থানায় এসে আত্মসমর্পণ করেছে ছেলে। শনিবার রাত ১১টা ৪০ মিনিটে সে থানায় হাজির হয়।
উপজেলার গামারীতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর(১৯) মাকে ছুরিকাঘাত করে। পরে সে একটি মোটরসাইকেলে করে ধোবাউড়া থানায় আসে। অফিসার ইনচার্জের (ওসি) কক্ষে প্রবেশ করে ঘটনার বর্ণনা দেয়। প্রতিদিন নানাভাবে বকাঝকা করায় ছেলে তার মাকে ছুরিকাঘাত করে।
ঘটনা শোনার পর ওসি আলী আহাম্মদ মোল্লা জাহাঙ্গীরের বাবা আবুল কাশেমকে ফোন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ছেলের ছুরিকাঘাতে আহত মাকে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আলী আহাম্মদ মোল্লা বলেন, ঘটনার বর্ণনা শোনে সত্যতা নিশ্চিত করে জাহাঙ্গীরকে থানা হেফাজতে রাখা হয়েছে।
কেএসটি