
রাজধানীর হাজারীবাগ এলাকায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি ও বিক্রি করায় দুটি বেকারিকে আট লাখ টাকা জরিমানা করেছে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনুমোদনহীন প্রসাধনী ও খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জুলাই) বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর হাজারিবাগ এলাকার বছিলায় এ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নিজাম উদ্দিন হাওলাদার।
র্যাব-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, আদালত আল মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরি, মজুদ ও বিক্রয় করার দায়ে ৫ লাখ টাকা, হযরত শাহ জালাল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরি, মজুদ ও বিক্রয় করার দায়ে ৩ লাখ এবং ইশান এগ্রোফুড এন্ড বেভারেজকে অনুমোদনহীন প্রসাধনী ও খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির করার দায়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এইচ এম/টিএফ