
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভিন্ন মতের কারণে একজন শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হবে, এটা মেনে নেয়া যায় না। এর সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে বলেছি।
আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি। আমাকে এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শক ফোন করেছিলেন। তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাকে বলেছি, ভিন্ন মতের কারণে যারা এই শিক্ষার্থীকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কারা কী পরিস্থিতিতে এটা করেছে, কোন হুজুগে করেছে, তা খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তির মুখোমুখি করা হবে।
প্রসঙ্গত, বুয়েটের শেরে বাংলা হলে ২০১২ নম্বর কক্ষে গভীর রাতে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ক্ষমতাসীন দলের ক্যাডাররা। ফাহাদকে ‘শিবির কর্মী’ বলে অপবাদ দেয়া হয়।
এমএএম /এফসি