দেশের কারাগারগুলোতে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ কমাতে মুক্তি দেয়া হচ্ছে ২ হাজার ৮৮৪ জন কারাবন্দিকে। যারা সবাই লঘুদণ্ডে দণ্ডিত।
কারা মহাপরিদর্শক ব্রি. জে. এ কে এম মোস্তফা কামাল পাশা জানায়, কয়েক ধাপে মুক্তি দেয়া হচ্ছে কারাবন্দিদের। শনিবার (২ মে) প্রথম ধাপে ১৭০ জন ও রোববার (৩ মে) ৩৮৫ জনকে মুক্তি দেয়া হয়।
বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলছেন, দেশের ৬৮টি কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে কারাবন্দি কয়েকগুণ বেশি। সূক্ষভাবে বিবেচনা করলে আরও কয়েক হাজার কারাবন্দিকে মুক্তি দেয়া সম্ভব।
এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন কারারক্ষী।
এসএমএম