
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, নাশকতা ও সহিংসতার একটি মামলায় খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সাম্প্রতিক সময়ে পল্টন থানায় করা হয়। আইয়ুবী ওই মামলার আসামি।
এর আগে গত কয়েক দিনে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ সংগঠনটির অন্তত ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।