• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১, ১১:১১ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৬, ২০২১, ১২:৫১ পিএম

আদালতে নেওয়া হয়েছে মামুনুলকে

আদালতে নেওয়া হয়েছে মামুনুলকে

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে আদালকে নেওয়া হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মতিঝিল ও পল্টন থানায় করা দুই মামলায় মামুনুলের ২০ দিনের রিমান্ড চাওয়া হবে।

এদিকে সকাল থেকে আদালত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, হেফাজত নেতা মামুনুল হককে আদালতে হাজির করাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১৮ এপ্রিল দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন, যা আজ শেষ হচ্ছে।

আরও পড়ুন