• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৬, ২০১৯, ০৫:১৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৬, ২০১৯, ০৫:১৪ পিএম

খাসি ১৮ থেকে ২০ টাকা

কোরবানির গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৫ থেকে ৫০ টাকা 

কোরবানির গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৫ থেকে ৫০ টাকা 

কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় গত বছরের চামড়ার মূল্য বহাল রাখা হয়েছে। 

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেন, গরুর কাঁচা চামড়ার মূল্য (প্রতি বর্গফুট) ঢাকায় ৪৫ থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরের জন্য নির্ধারণ করা হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা। খাসির চামড়ার মূল্য সারা দেশে একই নির্ধারণ করা হয়েছে। খাসি ১৮ থেকে ২০ টাকা আর বকরি ১৩ থেকে ১৫ টাকা। 
 
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মফিজুল ইসলামসহ আন্তঃমন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এমএএম / এফসি

আরও পড়ুন