• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২০, ০৮:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৮, ২০২০, ০৮:৩৯ পিএম

কোভিড-১৯

আক্রান্ত হতে পারে ১০০ কোটি মানুষ

আক্রান্ত হতে পারে  ১০০ কোটি মানুষ
প্রতীকী ছবি

দরিদ্র ও সংঘাত কবলিত দেশগুলোকে সাহায্য করা না হলে সারা বিশ্বে ১০০ কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক একটি সাহায্য সংস্থা।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি বা আইআরসি বলছে, সংক্রমণ শ্লথ করার লক্ষ্যে আর্থিক ও মানবিক সাহায্যের প্রয়োজন।

আফগানিস্তান, ইয়েমেন ও সিরিয়াকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি বলছে, এসব দেশে বড় ধরনের মহামারি এড়াতে তাদেরকে জরুরি ভিত্তিতে অর্থ সাহায্য দেয়া প্রয়োজন।

আইআরসি বলছে, প্রয়োজনীয় সাহায্য দেয়া না হলে যুদ্ধকবলিত ও অস্থিতিশীল দেশগুলোতে ১৭ থেকে ৩২ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে।

সারা বিশ্বে এখনও পর্যন্ত ৩০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। মারা গেছে দুই লাখেরও বেশি মানুষ। বিবিসি।

এসএমএম

আরও পড়ুন