এবারের বাজেট নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শুক্রবার (৪ জুন) বাজেট-পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, “এবারের বাজেটে প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি হবে।”
মুস্তফা কামাল বলেন, “প্রত্যেক সময় মানুষের চাহিদা পরিবর্তন হয়। তাতে ব্যবসায়ীদের মাঝেও পরিবর্তন আসে। সেই কারণে বাজেটকে ব্যবসায়ীবান্ধব রাখা হয়েছে।”
অর্থমন্ত্রী বলেন, “মুক্তবাজার অর্থনীতি আমাদের শেখায়, আমরা একে অপরের সঙ্গে সম্পৃক্ত। এই সম্পৃক্ততার কারণে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। বিশ্বায়নের সঙ্গে তাল রেখেই এ বাজেট করা হয়েছে।”
বৃহস্পতিবার (৩ জুন) বেলা ৩টার দিকে জাতীয় সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট এটি। প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।
করোনা কারণে সীমিতসংখ্যক মন্ত্রী অধিবেশনে অংশ নেন। তারা হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস।