• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ৬, ২০২১, ০৪:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৬, ২০২১, ০৪:৫৩ পিএম

‘এই বাজেটে পিছিয়ে পড়াদের জন্য কিছু নেই’

‘এই বাজেটে পিছিয়ে পড়াদের জন্য কিছু নেই’

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘‘নতুন ২০২১-২২ অর্থবছরের বিশাল বাজেটের গাড়িতে যাত্রী তুলতে ভুলে গেছেন অর্থমন্ত্রী। পিছিয়ে পড়া মানুষেরা ওই গাড়ির যাত্রী হতে পারেননি। তাদের জন্য আসলে কিছু নেই। এতদিন ধরে যেসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে, তাতে রাস্তা বড় হয়েছে।”

রোববার (৬ জুন) ‘জাতীয় বাজেট ২০২১-২২; পিছিয়ে পড়া মানুষের জন্য কী আছে?’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ভার্চ্যুয়াল এই সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দেবপ্রিয় ভট্টাচার্য।

মূল প্রবন্ধে বলা হয়, ‘‘করোনার কারণে হওয়া দেশের দেড় থেকে দুই কোটি নতুন গরিবকে আগামী অর্থবছরের বাজেটে স্বীকৃতি দেওয়া হয়নি। তাদের জন্য কোনো উদ্যোগ নেই। করোনায় নতুন গরিবের সংখ্যা বাড়ল কত, তা নিয়ে বাজেটে কোনো তথ্য নেই। এ নিয়ে সরকারি কোনো পরিসংখ্যানও নেই। তাই নতুন গরিবদের জন্য কোনো নীতিও নেই।’’

মূল প্রবন্ধে বলা হয়, ‘‘এতদিন তথ্য–উপাত্তের ঘাটতি ছিল। এখন তা তথ্যের নৈরাজ্যের দিকে যাচ্ছে। তথ্যঘাটতির কারণে বাজেটে জনগণের চাহিদা বিবেচনায় নেওয়া হয়নি। একটি ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণভাবে বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট থেকে প্রাতিষ্ঠানিক খাত বেশি সুবিধা পেয়েছে। অনানুষ্ঠানিক তেমন কিছু পায়নি। করোনার দ্বিতীয় ধাক্কা বাজেট প্রণয়নে আমলে আনা হয়নি।’’

নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপের সদস্য সুলতানা কামাল এর সভাপতিত্ব করেন। এতে আরো বক্তব্য রাখেন— সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, এসডিজি প্ল্যাটফর্মের কোর গ্রুপের সদস্য এবং বিশিষ্ট জনস্বাস্থ্যবিদ মোশতাক রাজা চৌধুরী, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান প্রমুখ।