করোনাভাইরাস (কোভিড-১৯)—এর মহামারি পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে রোববার (১ আগস্ট) থেকে রফতানিমুখী সব শিল্প-কলকারখানা খুলে দেয়ার ঘোষণায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ।
এ সময় অন্য সব খাতের মতো শিল্প-কারখানাও বন্ধ রাখার দাবি করেন তারা। এক সংবাদ প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি হাবিবুল্লাহ বাচ্চু ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, করোনার উচ্চসংক্রমণের কারণে পরীক্ষা বিবেচনায় প্রতি তিনজনে একজন শনাক্ত হচ্ছে এবং দুই শতাধিক মৃত্যু ঘটছে। আর উপসর্গ নিয়ে মৃত্যু বিবেচনায় নিলে তা দ্বিগুণের বেশি। এ রকম অবস্থায় সরকার গার্মেন্টস মালিকদের ঘোষণার মুখে রফতানিমুখী সব শিল্প-কলকারখানা খুলে দেয়ার প্রজ্ঞাপন জারি করে।
তারা দাবি করেন, অনেক মালিক শ্রমিকদের ঈদ বোনাসও পরিশোধ করেননি। মালিকরা শ্রমিকদের মজুরি-বোনাস পরিশোধে বারবার সরকারের কাছে প্রণোদনা নিচ্ছেন। মাত্র এক সপ্তাহের কারখানা বন্ধের কথা বললে মালিকরা রফতানি আদেশ হাতছাড়া হওয়া এবং লোকসানের কথা সামনে আনেন। তাহলে শ্রমিকদের মজুরি-বোনাস পরিশোধের সময় কেন বারবার লোকসানের অজুহাত তুলে ধরা হয়।
জাগরণ/এসকেএইচ/এমএ