• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১, ১১:০৫ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৩, ২০২১, ১১:০৫ এএম

যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি বাড়াবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি বাড়াবে বাংলাদেশ
ফাইল ফটো

যুক্তরাষ্ট্রে সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্বমানের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি বাড়াতে চায় বাংলাদেশ।

তিনি বলেন, বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম তৈরি পোশাক রফতানিকারক বাংলাদেশ। বাংলাদেশের তৈরি পোশাকের মান, মূল্য এবং ডিজাইন বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছে, এ কারণে রফতানি বাড়ছে। বাংলাদেশের বর্তমান রফতানি আয়ের ৮৩ দশমিক ৫ ভাগ আসে তৈরি পোশাক রফতানি থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার রফতানি বাড়াতে এবং মেড ইন বাংলাদেশকে বিশ্বের কাছে জনপ্রিয় করে তোলার জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে।

বাণিজ্যমন্ত্রী বুধবার (১১ আগস্ট) যুক্তরাষ্ট্রে কেলিফোর্নিয়ার লাস ভেগাস কনভেনশন সেন্টারে অনুষ্টিত ‘মেনস অ্যাপারেল গিল্ড ইন কেলিফোর্নিয়া’ শীর্ষক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের  সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ তৈরি পোশাক রফতানি বাড়াতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য উন্নত মান, নতুন ডিজাইন, গ্রাহকের পছন্দ ইত্যাদি বিবেচনায় নিয়ে কাজ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক সব ধরনের ডাটা, প্রয়োজনী তথ্য করা হবে। ২০১২ সালে অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাক খাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে এবং টেকসই উন্নয়ন ঘটেছে।

তিনি বলেন, বিশ্বের তৈরি পোশাক খাতের বেশিরভাগ সবুজ কারখানা এখন বাংলাদেশে। নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকরা কাজ করছে। 

ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশের তৈরি পোশাক খাতের কাজের মান, উৎপাদন খরচ, শ্রমিকদের কমপ্লায়েন্স, কাজের পরিবেশ ও স্বাস্থ্যসেবা এবং টেকসই উন্নয়নে এগিয়ে যাবার বিষয়ে জানার ব্যাপক আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আগ্রহ রয়েছে তাদের। তারা বাংলাদেশের পোশাকের বিষয়ে ডাটা, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, পোশাক শিল্পের ইতিহাস আরও জানার আগ্রহ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক বাজারজাত করণের বিষয়ে তারা সহযোগিতার আশ্বাস দেন।

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলস এ বাংলাদেশ কনসাল জেনারেল অফিসের কনসাল জেনারেল এবং কমার্শিয়াল কাউন্সিলর, সফররত বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) হাফিজুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক সোহেলী সাবরীন, এফবিসিসিআইর সভাপতি  জসিম উদ্দিন, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট খন্দকার রফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী বব বার্গ, ইনফর্মার কমার্সিয়াল প্রেসিডেন্ট কেলি হেল্পম্যান, মেলার ইভেন্ড ডিরেক্টর আনড্রেও ডেভিড, এবং ব্যবসায়ী ড. সিনদে জে. লিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জাগরণ/এমএ