
পরিকল্পিত শিল্প নগরী ছাড়া এখন থেকে গ্যাস ও বিদ্যুতের সংযোগ দেয়া হবে না বলে জেলা প্রশাসকদের জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোমবার (১৪ জুলাই) সকাল ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় কার্য-অধিবেশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ বলেন, বর্তমানে ৮ থেকে ৯ হাজার কোটি টাকার গ্যাস এবং বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এর মধ্যে ১৪শ’ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।
তিনি বলেন, যাদের বিদ্যুৎ-গ্যাস বিল বাকি আছে তাদের সংযোগ বিচ্ছিন্ন করতে আগেই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
অপর এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আগে যেসব শিল্প প্রতিষ্ঠান বিদ্যুৎ-গ্যাস সংযোগ নিয়েছেন, তারাতো নিয়েছেনই। তবে এখন থাকে আর শিল্প নগরী ছাড়া সংযোগ হবে না।
এমএএম/বিএস