
শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের যৌন হয়রানি বন্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (১৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
শিক্ষা মন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে স্থানীয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা চেয়েছি। শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় গিয়ে কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে কঠোর নজরদারি এবং আইনি পদক্ষেপ নিতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। ডিসিরা বলেছেন,এসব বিষয়ে তারা কঠোর। শিক্ষার মন উন্নয়নে কাজ করছেন। কারিগরি শিক্ষায়ও গুরুত্ব দিচ্ছেন তারা।
দীপু মনি আরো বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ভালো করছে না, সেসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে টেলিভিশনের মাধ্যমে ভালো শিক্ষকদের পাঠদান, পড়শুনা শিখানোর পদ্ধতি প্রদর্শন করবো। এতে করে শিক্ষার্থীরা উন্নত শিক্ষা গ্রহণ করতে পারবে।
এমএএম /বিএস