
৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিসিএস পরীক্ষার্থীরা।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী রাকিবুল ইসলাম। তিনি বলেন, “বর্তমানে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে লকডাউন দেওয়া হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের আইএস পরীক্ষা ১৪ মার্চ নেওয়ার কথা থাকলেও সেটি স্থগিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তারা চাইলেই করোনা বিবেচনায় পরীক্ষা পেছাতে পারে।”
তিনি আরো বলেন, “কিছু পরীক্ষার্থী করোনায় আক্রান্ত। তারা কীভাবে পরীক্ষায় অংশ নেবে? অনেক পরীক্ষার্থীর হল বাসা থেকে দূরে। তাদের পরিবহনের মাধ্যমে যাতায়াত করতে হবে। এ ছাড়া পরীক্ষার হলের মাঝে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারেও তারা সন্দিহান।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেক পরীক্ষার্থী দিদার বলেন, “বিসিএস পরীক্ষা কোনো ধর্মগ্রন্থ নয় যে সেটি পরিবর্তন সম্ভব নয়। আমাদের ভ্যাক্সিনেশনের আওতায় এনে তারপর পরীক্ষার তারিখ দেওয়া হোক।”
আরেকজন শিক্ষার্থী বলেন, “এখন বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ। পরীক্ষার্থীরা আবাসিক সংকটে ভুগছে। হল খোলার সাথে পরীক্ষার সমন্বয় করা হোক।”
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণ করছে ১৯ মার্চ (শুক্রবার)।