• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ০৮:১৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৩, ২০২১, ০১:০৬ এএম

বৃত্তি পেল এইচএসসি‍‍`র ১০,৫০১ শিক্ষার্থী

বৃত্তি পেল এইচএসসি‍‍`র ১০,৫০১ শিক্ষার্থী

সারাদেশের বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে ‘অটোপাস’-এর মাধ্যমে এইচএসসি পাস করা ১০ হাজার ৫০১ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ জানায়, এইচএসসি পরীক্ষায় এবার মেধাবৃত্তি পেয়েছেন মোট এক হাজার ১২৫ শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছেন ৯ হাজার ৩৭৬ শিক্ষার্থী। 

মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসিক ৮২৫ টাকা করে পাবেন। বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা করে পাবেন প্রত্যেক শিক্ষার্থী।

অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা করে দেওয়া হবে। বছরে তারা এককালীন ৭৫০ টাকা করে বৃত্তি পাচ্ছেন।