
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির আবেদনের সময় বাড়লো। আগামী ৩ মে পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
শনিবার (২৪ এপ্রিল) বুয়েটের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বুয়েটের ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ জানান, করোনা মহামারির কারণে ভর্তি আবেদনে অনেকে সুযোগ পাননি। এই পরিস্থিতিতে আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩ মে বিকেল ৩টা পর্যন্ত করা হয়েছে।
বুয়েটের ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ করছেন শিক্ষার্থীরা। আবেদনের প্রক্রিয়া শুরু হয় গত ১৫ এপ্রিল।