স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ শেষে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।
এ সময় ক্যাম্পাস খোলার পক্ষে গণস্বাক্ষর গ্রহণ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘‘শিক্ষামন্ত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রূপরেখা দিলেও বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে কোনো নির্দেশনাই দেননি। অথচ চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি মানিয়ে নিতে পারবেন।’’
এ সময় শিক্ষার্থীরা ‘আর একদিনও দেরি নয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাটবাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’,‘অনলাইন শিক্ষা মানি না, অনিশ্চিত ভবিষ্যৎ মানি না’, ‘অনিশ্চিত জীবন থেকে মুক্তি দিন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’ এসব স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করতে থাকেন।