• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ১, ২০২১, ০৬:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১, ২০২১, ০৭:০৪ পিএম

জাবিতে নতুন উপ-উপাচার্য নিয়োগ 

জাবিতে নতুন উপ-উপাচার্য নিয়োগ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শেখ মো. মনজুরুল হককে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেনের স্থলে তাকে এ নিয়োগ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১ জুন) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জনাব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৩ (১) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং বর্তমান ট্রেজারর শেখ মো. মনজুরুল হককে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে আগামী চার বছরের জন্য ‍নিয়োগ প্রদান করা হলো।

বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেনের মেয়াদ শেষ হবে ৯ জুলাই। অধ্যাপক আমির হোসেনের মেয়াদ শেষ হলে ওই পদে যোগ দেবেন অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।