
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘‘শিক্ষায় চাপাচাপি ও উৎকণ্ঠা নয়। শিক্ষা হতে হবে আনন্দময়। শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান-বিজ্ঞানের চর্চা ছড়িয়ে দিতে হবে।’’
শুক্রবার (৪ জুন) জাতীয় ফিজিস্ক অলিম্পিয়ার্ড সমাপনী পর্বের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘‘জ্ঞান-বিজ্ঞান বিষয় পাঠ্যসূচির মধ্যে থাকবে আমরা সেটি পড়ব, মুখস্ত করে পরীক্ষার খাতায় লিখব, ভালো নম্বর পাব আর আমাদের বহু মা-বাবা গর্ববোধ করবেন, তাদের ছেলেময়ে ভালো শিখছে। সে জায়গা থেকে বেরিয়ে আমাদের শিক্ষার্থীদের সত্যি সত্যি বিষয়গুলোকে নিয়ে চর্চা করা, বুঝতে পারা এবং এই বিষয়ের মধ্যে যে আনন্দ আছে সেটা উপভোগ করা প্রয়োজন।’’
বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘আজ আমরা সত্যেন বোসের নাম শুনলাম। তোমাদের মধ্যে অনেক সত্যেন বোসকে খুঁজে পেতে চাই আমরা। বড় বড় সাহিত্যিক, বিজ্ঞানি খুঁজে পেতে চাই। ’’