• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০৫:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২১, ২০২১, ০৫:৩৬ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে আমরণ অনশন

শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে আমরণ অনশন

আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে- অনেক দেশেই করোনার ভয়াবহ সংক্রমণ ছড়িয়েছে। কিন্তু বাংলাদেশের মতো দীর্ঘ সময় ধরে কোন দেশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখেনি। শুধুমাত্র বাংলাদেশই এমন ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে। আমরা অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানাচ্ছি।

এতে আরও বলেন, আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে ১ সেপ্টেম্বর থেকেই সাহেববাজার জিরোপয়েন্টে আমরণ অনশনে শুরু হবে।

 

জাগরণ/এমইউ