• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ১২:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২১, ১২:৪৬ পিএম

‘শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের সত্যতা পাওয়া যায়নি’

‘শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের সত্যতা পাওয়া যায়নি’
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে এখন পর্যন্ত কোন শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের সত্যতা পাওয়া যায়নি। কোথাও সংক্রমণের খারাপ পরিস্থিতি হয়নি। খারাপ পরিস্থিতিতে গেলে সেসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজনে বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। 

শনিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভারতীয় হাই কমিশন, বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে এখন পর্যন্ত কোন শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের সত্যতা পাওয়া যায়নি। কোথাও সংক্রমণ খারাপ পরিস্থিতি হয়নি। খারাপ পরিস্থিতিতে গেলে সেসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজনে বন্ধ করা হবে। তবে সেরকম কোন অবস্থা তৈরি হয়নি। সবকিছু পর্যবেক্ষণে রাখা হচ্ছে। 

তিনি আরও জানান, প্রাক প্রাথমিক বন্ধ থাকবে। তবে তিন সপ্তাহে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পর এ বিষয়ে জানানো হবে। আগের ঘোষণা অনুযায়ী,  এসএসসি নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। 

জাগরণ/এমএইচ