• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০১৮, ০৪:০৮ এএম

‘নৈরাজ্যের নীল নকশা বাস্তবায়ন করছে বিএনপি-জামায়াত’

‘নৈরাজ্যের নীল নকশা বাস্তবায়ন করছে বিএনপি-জামায়াত’
আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শনিবার (২৯ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জের ধর্মপাশায় আওয়ামী লীগের সাইফুল ইসলাম ও চট্টগ্রামের পটিয়ায় দিল মোহাম্মদ নামে এক যুবলীগ নেতা-কর্মীকে নৃশংসভাবে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হত্যা করেছে।

তিনি বলেন, এর মাধ্যমে তারা নির্বাচনের নৈরাজ্যের নীল নকশা বাস্তবায়ন করছে। সারা দেশ থেকে আমাদের কাছে এ ধরনের খবর আসছে। বিভিন্ন জায়গায় ভোটের ব্যালট বাক্স এরইমধ্যে তাদের নিয়ন্ত্রণে নিয়ে জাল ভোট দেয়ার ব্যবস্থা করছে।

দলে রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের পটিয়ায় বিএনপি কর্মীদের হামলায় যুবলীগ কর্মী দিল মোহাম্মদ (৩৫) নিহতের কথা তুলে ধরে আবদুর রহমান বলেন, পরাজয় হবে জেনে বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। এ সময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

আবদুর রহমান বলেন, নয়া পল্টন আর গুলশানে বসে বিএনপি নেতারা একের পর এক নির্লজ্জ মিথ্যাচার ও কল্পকাহিনীর মাধ্যমে জাতিকে বোকা বানানোর অপচেষ্টা চালাচ্ছে। লন্ডনে বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছেন।

দেশের বিভিন্ন জায়গায় বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের হামলায় আওয়ামী লীগের ১০ জন নিহত এবং ৪৬১ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন আবদুর রহমান।

তিনি বলেন, ড. কামাল-মির্জা ফখরুলদের পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডার বাহিনী বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র দখল করার ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। নোয়াখালী-২ আসনের এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে মারধর করে ভোট কেন্দ্র দখলে নিয়েছে এবং হামলায় ছয়জন আওয়ামী লীগের নেতা-কর্মী আহত হয়েছেন। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি আমতলী ইউনিয়নের যুবদল সেক্রেটারি দেলোয়ারের নেতৃত্বে আওয়ামী লীগের ওপর হামলা চালিয়ে পাঁচজন আহত করেছে। চট্টগ্রামের লোহাগড়ায় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেছে।

বিভিন্ন জায়গায় ভোট কেনার জন্য আইএসআইয়ের পাঠানো হাজার কোটি টাকা দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছে। ঠাকুরগাঁয়ে কেন্দ্র দখলের চেষ্টাকালে বিএনপির ১৪ নেতা-কর্মী, যশোরে কেন্দ্র দখলের সময় দুইজন নেতা এবং ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেনার সময় তাদের ৯ জন নেতা-কর্মী আটক হয়েছেন।

নির্বাচনের প্রাক্কালে এই ধরনের সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সংবাদ সম্মেলনে আহ্বান জানান আবদুর রহমান।

এসএমএম