• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২০, ১২:১৯ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২০, ১২:১৯ এএম

উপনির্বাচন ঘিরে প্রার্থীদের নানা রকম প্রস্তুতি

উপনির্বাচন ঘিরে প্রার্থীদের নানা রকম প্রস্তুতি

আসন্ন উপনির্বাচনগুলোতে অংশ নিতে প্রস্তুতি সম্পন্ন করছে সব রাজনৈতিক দলের প্রার্থীরা। করোনাভাইরাস (কোভিড-১৯) এর মহামারির সময়ে জনসমাগম এড়াতে ডিজিটাল প্রচারণাতেও আপত্তি নেই তাদের।

যে ৫টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এর মধ্যে রাজধানীর দু’টি আসন নিয়ে দেশের মানুষের আগ্রহটা একটু বেশিই। ঢাকা-১৮ আসনের তফসিল ঘোষণা না হলেও ঢাকা-৫ এর নির্বাচন ১৭ অক্টোবর।

 

এসব আসনে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীও মনোনয়ন করেছে। এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি।  ঢাকা ৫ আসনে এককভাবেই লড়তে প্রস্তুত জাতীয় পাটির প্রার্থীও।

করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব আর লোকসমাগম নিয়ে প্রার্থীদেরও চিন্তা রয়েছে। সেক্ষেত্রে ডিজিটাল প্রচারণাকে প্রাধান্য দিতে চান তারা।

১৭ অক্টোবর ঢাকা ৫ আসনের পাশাপাশি অনুষ্ঠিত হবে নওগাঁ-৬ আসনের নির্বাচন। ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পাবনা-৪ আসনের উপনির্বাচন।

আসন শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে ভোট করার কথা থাকলেও করোনাভাইরাস মহামারির মধ্যে তা সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন এখন দ্বিতীয় ৯০ দিনের মধ্যে এই ভোটের আয়োজন করছে।

জাগরণ/কেএপি