দেশের চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের সময় পেছানো হয়েছে। আগামী ২১ জুনের পরিবর্তে ভোট গ্রহণ হবে ১৪ জুলাই। ওই চার ইউপি হলো— খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালি, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া, কচুয়া উপজেলার কচুয়া ও সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপ-সচিব জানান, বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন পিছিয়ে দেয়া হয়েছে। এক্ষেত্রে চেয়ারম্যান পদে সকল কার্যক্রম আবার নতুন করে শুরু হবে। তবে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের যেসব প্রার্থী বৈধ হয়েছিলেন তারাই থাকবেন।
ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তিনি রিটার্নিং কর্মকর্তাদের কাছে চিঠিও দিয়েছেন।