আগামী ১৪ জুলাই অনুষ্ঠেয় ৩টি আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে প্রধান বিরোধীদল জাতীয় পার্টি।
বুধবার (৯ জুন) জাতীয় পার্টির চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ড তাদের নাম ঘোষণা করা হয়।
জাতীয় পার্টির এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। মনোনয়নপ্রাপ্তরা হলেন— ঢাকা-১৪ আসনে মোস্তাকুর রহমান মোস্তাক, সিলেট- ৩ আসনে আতিকুর রহমান আতিক আর কুমিল্লা-৫ আসনে জসিম উদ্দিন।
মনোনয়ন বোর্ডের সেই সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান জি এম কাদের। এ সময় দলের আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়।
আওয়ামী লীগের তিন জন সংসদ সদস্যের মৃ্ত্যুতে আসন তিনটি শূন্য হয়েছে।
তিন আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়ন বাছাই হবে ১৭ জুন। ১৮, ১৯ ও ২০ জুন আপিলের দিন ঠিক করা হয়েছে। প্রার্থিতা বাতিলের শেষ দিন ২৩ জুন। প্রতীক বরাদ্দের তারিখ ২৪ জুন।
জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম কিবরিয়া টিপু, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।