ঢাকা-১৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু।
শুক্রবার (২৫ জুন) দুপুরে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুর পর আসনটি শূন্য হয়।
আগা খান মিন্টু ছাড়া এই আসনের উপনির্বাচনে লড়তে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ।
বৃহস্পতিবার (২৪ জুন) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় শুক্রবার (২৫ জুন) আগা খানকে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে।
মোট পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
নির্বাচন কমিশন ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ২৮ জুলাই এই ৩টি আসনে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। এর মধ্যে কুমিল্লা-৫ আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসেম খান। তবে তার ব্যাপারে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
সিলেট-৩ আসনে ভোট হবে। সেখানে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টির আতিকুর রহমান ও বহিষ্কৃত হওয়া বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী।
জাগরণ/এসএসকে