
এবার ঢালিউডে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার ছবি ‘বচ্চন’। কান্নারা মুভি ভিষ্ণুভারধানার রিমেক ছবিটি পশ্চিমবঙ্গে আলোর মুখ দেখে ২০১৪ সালে। সাফটা চুক্তির আওতায় এবার বাংলাদেশের হলগুলোতে মুক্তি পেতে চলেছে ‘বচ্চন’।
ঢালিউডে মুক্তি পেতে যাওয়া কলকাতার সুপারস্টার খ্যাত জিৎ অভিনীত ‘বচ্চন’ ছবির মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ১১ অক্টোবর (শুক্রবার)।
রাজা চন্দ পরিচালিত কলকাতার সিনেমাটির আমদানিকারক ইফতেখার উদ্দিন নওশাদ।
বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের এক ভক্তের গল্পে নির্মিত ছবিতে অভিনয় করেছেন অনন্দ্রিতা রায়, পায়েল সরকার, মুকুল দেব ও খরাজ মুখার্জীসহ আরও অনেকে।
সাফটা চুক্তিতে আমদানি করা এই ছবিটির বিপরীতে পশ্চিমবঙ্গে যাচ্ছে এস এম শাহনেওয়াজ শানু পরিচালিত ‘পলকে পলকে তোমাকে চাই’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী ও মাহিয়া মাহী।
এসএমএম