• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০১৯, ০১:০৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৭, ২০১৯, ০১:১০ পিএম

সস্ত্রীক সিনেমায় আসছেন ওয়াসিম আকরাম!

সস্ত্রীক সিনেমায় আসছেন ওয়াসিম আকরাম!
সস্ত্রীক ওয়াসিম আকরাম

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক, ওয়াসিম আকরাম এবার সিনেমায় আসছেন। সর্বকালের সেরা বাঁহাতি পেসারকে এবার রুপালি পর্দায় দেখবে সারা বিশ্ব।

জল্পনা-কল্পনা নয়, একেবারে সত্যিকারেই তিনি এবার সিনেমায় অভিনয় করছেন। সে জন্য এরই মধ্যে তিনি যাবতীয় সই সেরে রেখেছেন। তবে আরও ভাল খবরটি হল তিনি এবার চিত্রপরিচালক ফয়জল কুরেশির ছবিতে সস্ত্রীক অভিনয়ে আসছেন। ছবির নাম ‘মানি ব্যাক গ্যারান্টি’।

‘মানি ব্যাক গ্যারান্টি’র পরিচালক বিজ্ঞাপন জগতে বহু বছর কাজ করেন। আর এই ছবির মাধ্যমেই চলচ্চিত্র নির্দেশক হিসেবে ফয়জলের শুভারম্ভ হতে চলেছে। ‘মানি ব্যাক গ্যারান্টি’ আসলে একটি পুরোদস্তুর কমেডি ছবি। পরিচালকের কথা অনুযায়ী, এই ছবি দেখলে হাসতে হাসতে মন ভরে যাবে। বোঝাই যাচ্ছে, ওয়াসিম আকরাম ও তার স্ত্রী শানিয়েরা দুজনেই একই সঙ্গে একই ফ্রেমে কাজ করার জন্য অধীর অপেক্ষায় আছেন।

ফয়জল কুরেশি নিজেই ‘মানি ব্যাক গ্যারান্টি’-র ছবির চিত্রনাট্য লিখেছেন। ছবির প্রধান মুখ্য চরিত্রে অভিনয় করছেন ফাওয়াদ খান। এছাড়াও রয়েছেন অভিনেতা মিকাল জুলফিকারও। ‘রেইস’ খ্যাত মাহিরা খানকেও এই ছবিতে বিশেষ উপস্থিতিতে রাখতে চাইছেন পরিচালক ফয়জল কুরেশি। যাইহোক, ‘মানি ব্যাক গ্যারান্টি’ শ্যুটিং শুরু হওয়ার কথা নভেম্বরেই।

এসএমএম

আরও পড়ুন