
দীপাবলি উপলক্ষে স্ত্রী গৌরী ও ছোট ছেলে আব্রামের সঙ্গে মাথায় তিলক কেটে একটি ছবি পোস্ট করে সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানান কিং খান। আর তারপর থেকেই ট্রোলের শিকার হতে হয়েছে তাকে।
কট্টরপন্থী মুসলিমরা তাকে ভণ্ড মুসলিম বলার পাশাপাশি আরও নানাভাবে কটাক্ষ করেছেন। খবর আনন্দবাজার পত্রিকার।
এই ঘটনায় কিং খানের পাশে দাঁড়িয়েছেন প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি। তীব্র প্রতিক্রিয়া জানিয়ে শাবানা টুইট করেছেন, ‘দেখে তাজ্জব বনে গেলাম। শাহরুখের দীপাবলির শুভেচ্ছা কট্টর ইসলামপন্থীদের আক্রোশের কারণ হয়েছে জেনে। FUNDOS get a life। ইসলাম এত দুর্বল নয়, যে এত সুন্দর ভারতীয় সংস্কৃতির সামনে তাকে ভয় পেতে হবে। ভারতের সৌন্দর্য তার গঙ্গা জমুনা তেহজিবে রয়েছে।’
এই প্রথম নয়। এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়া ট্রোলদের কড়া জবাব দিয়েছেন শাবানা আজমি।
এসএমএম