• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১, ১২:৪০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৫, ২০২১, ১২:৪১ পিএম

বলিউড তারকাদের ওপর ক্ষেপেছেন নওয়াজউদ্দীন 

বলিউড তারকাদের ওপর ক্ষেপেছেন নওয়াজউদ্দীন 

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতবর্ষে। প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সে দেশের সরকার। বলা যায়, ভারতে এখন ক্রান্তিকাল চলছে। 

এই ক্রান্তিকালে নিজেদের সুখের কথা ভেবে ভারত ছেড়েছেন অনেক বলিউড তারকা। মালদ্বীপে গিয়ে ‌‌‘কোভিড ভ্যাকেশন’ কাটাচ্ছেন তারা। নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মুহূর্তের ছবি প্রকাশও করছেন তারা। আর এতেই ক্ষেপেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকী। 

ভারতে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, “দেশের ভয়াবহ অবস্থা। মানুষের কাছে খাবার নেই, আর আপনারা অর্থ উড়িয়ে চলেছেন। ছুটি কাটাতে যাওয়াটা ভুল নয়। কিন্তু তা দেখানোর প্রয়োজন নেই। এবার একটু লজ্জা হওয়া উচিত।”

বলিউড তারকাদের নিয়ে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাদের অভিনয় নিয়েও প্রশ্ন তুলেছেন নওয়াজউদ্দিন। তিনি বলেন, “তারা এছাড়া আর কী করবে? কী নিয়েই বা কথা বলবে? অভিনয়ে ব্যাপারে বললে তো দুই মিনিটে সবকিছু শেষ হয়ে যাবে। মালদ্বীপকে তামাশা বানিয়ে ছেড়েছে।”

নওয়াজউদ্দিন আরও বলেন, “পর্যটন শিল্প সংস্থার সঙ্গে তাদের কোনও বোঝাপড়া রয়েছে কি না জানি না। কিন্তু মানবিকতার খাতিরে এইসব ছুটি কাটানোর ছবি নিজেদের কাছে রাখুন। দেশে প্রতিদিন বেড়ে চলেছে কোভিড আক্রান্তদের সংখ্যা। দয়া করে একটু বুঝুন। হৃদয়টাকে কাজে লাগান।”

এই বলি-তারকাদের এমন কাজ নিয়ে নওয়াজের যুক্তি, কোনো গুরুতর বিষয়ে কিছু বলার অক্ষমতা থেকেই হয়তো দয়া, সহানুভূতির মতো গুনগুলো লোপ পেয়েছে। তাই এমন করতে পারছেন তারা।