• ঢাকা
  • বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১
প্রকাশিত: জুন ১২, ২০২১, ০১:৫০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০২১, ০১:৫০ পিএম

দক্ষিণী তারকা বিজয়ের ‘মাস্টার’ ছবির রিমেকে সালমান

দক্ষিণী তারকা বিজয়ের ‘মাস্টার’ ছবির রিমেকে সালমান

দক্ষিণী সিনেমা ‘মাস্টার’ দেখে মুগ্ধ হয়েছেন বলিউড তারকা সালমান খান। সেই মুগ্ধতা থেকেই ছবিটি হিন্দিতে রিমেকের সিদ্ধান্ত নিলেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

ছবিতে নাম-ভূমিকায় অভিনয় করবেন ভাইজান। তবে ছবির পরিচালক এখনও চূড়ান্ত হয়নি। এ নিয়ে চলছে আলোচনা। এদিকে, এখন ছবির চিত্রনাট্যের কাজ চলছে। ‘মাস্টার’ ছবির হিন্দি সংস্করণে কিছু পরিবর্তন আসবে। 

এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপাতি। তবে হিন্দিতে তার চরিত্রে কোন অভিনেতা থাকবেন—তা এখনও ঠিক হয়নি। বলিপাড়ার কোনো প্রথম সারির নায়ককেই নাকি এই রিমেকে চাইছেন সালমান। সেই অনুযায়ী ইতিমধ্যে তালিকাও তৈরি করা হয়েছে।

‘মাস্টার’ ছবির রিমেক ছাড়াও জুলাই মাসে আরও একটি অ্যাকশন থ্রিলার ছবির ঘোষণা করবেন ভাইজান। সেটি হলে সবমিলিয়ে তাহলে সালমানের ঝুলিতে জমা হবে ‘অন্তিম’, ‘টাইগার ৩’, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’, ‘কিক ২’সহ মোট ছয়টি বিগ বাজেটের ছবি।