
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শনবম বুবলী তার ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। এবার তাকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে।
বুবলীর নতুন সিনেমার নাম রিভেঞ্জ। সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। বুবলীর বিপরীতে এতে অভিনয় করছেন রোশান।
বুবলী বলেন, ‘এ ধরনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করছি। খুবই চ্যালেঞ্জিং একটি চরিত্র। কাজটি করতে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে।’
আসছে ঈদুল আজহাকে সামনে রেখে সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে।
নতুন আরেকটি সিনেমায় অভিনয় করছেন বুবলী। সিনেমাটির নাম লিডার আমিই বাংলাদেশ। সিনেমাটি পরিচালনা করছেন তপু খান। বিপরীতে আছেন শাকিব খান।
লিডার আমিই বাংলাদেশ সিনেমার বিষয়ে বুবলি বলেন, ‘এই সিনেমার গল্প ও চরিত্র নিয়ে কিছু বলা বারণ। এটুকু বলতে পারি নতুনভাবে সবাই দেখবেন আমাকে।’
এই দুটি সিনেমার বাইরে করোনাকালে বুবলি আরও একটি সিনেমার শুটিং শেষ করেছেন। চোখ নামের ওই সিনেমাটির ডাবিং সম্প্রতি শেষ করেছেন।
মুক্তির অপেক্ষায় আছে ক্যাসিনোসহ একাধিক সিনেমা।
জাগরণ/এসএসকে