• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৮:২৮ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৩০, ২০২২, ০৮:২৮ পিএম

মজাটাকে সবার সামনে আনা নিপুণের ঠিক হয়নি

মজাটাকে সবার সামনে আনা নিপুণের ঠিক হয়নি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন চিত্রনায়িকা নিপুণ। যিনি এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন এবং জায়েদ খানের কাছে ১৩ ভোটের ব্যবধানে হেরে গেছেন।

পরাজয়ের পর নির্বাচনের নানা অনিয়মের প্রমাণ নিয়ে রোববার (৩০ জানুয়ারি) সাংবাদিক সম্মেলন করেছেন নিপুণ ও তার প্যানেলের অন্যান্যরা। বক্তব্যের এক পর্যায়ে নিপুণ বলেন, ‘নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে ২টা চুমু চেয়েছিলেন। সেখানে আমাদের প্যানেলের জেসমিন ছিল। তাকে থাপড়ানো উচিত। তাকে সিনেমা-নাটকে কোনোদিন না নেওয়া উচিত।’

নিপুণের ভাষ্য, ‘এখানে জায়েদ খান, এফডিসির এমডি, আর নির্বাচন কমিশনার পীরজদা হারুন একটা চক্র। তারা সবাই মিলে জায়েদ খানকে জিতিয়ে দিয়েছে। তারা টাকা দিয়ে ভোট কিনেছে ভিডিওতে সেটা দেখা গেছে।’

নিপুণের এই বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে পীরজাদা হারুন গণমাধ্যমকে বলেন, 'এটা সত্য নয়। প্রকাশ্যে এমন কিছু করাটা কি স্বাভাবিক মনে হয় আপনার কাছে? একটা মজা করেছি। মজাটাকে সবার সামনে নিয়ে আসা নিপুণের ঠিক হয়নি।'