• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৭:০৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৭:০৪ পিএম

সিদ্ধান্ত বদলেছেন চিত্রনায়িকা রোজিনা

সিদ্ধান্ত বদলেছেন চিত্রনায়িকা রোজিনা

ঢাকাই ছবির দর্শকনন্দিত চিত্রনায়িকা রোজিনা। তার অভিনয় ও রূপে বুদ হয়েছেন দর্শক। সবশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে ১৮৫ ভোট পেয়ে জয় লাভ করেন তিনি। তবে শপথ নেওয়ার আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন এই অভিনেত্রী।

রোজিনা জানিয়েছিলেন, ‘একটা সমিতিতে থাকতে হলে সময় দিতে হয়। আমার মনে হয়, আমি সেই সময়টা দিতে পারব না। সাংস্কৃতিক অঙ্গনের অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকি। ব্যস্ত থাকতে আমার খুব ভালো লাগে। এ ছাড়া বেশির ভাগ সময় আমি বিদেশে থাকি। দেশে থাকলেও নিজের কাজে ব্যস্ত থাকি। এ জন্য পদত্যাগ করেছি।’

তিনি আরও বলেন, ‘এখন অনেক ধরনের শিল্পী আছে। চলচ্চিত্রের জন্য আপাতত তারাই যথেষ্ট (যদিও এটা বলা কষ্টের)।’

শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কঞ্চন বরাবর ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন রোজিনা। গেল ১১ ফেব্রুয়ারি পাঠানো সেই মেইল এখন পর্যন্ত সমিতি গ্রহণ করেনি। তবে রোজিনা নিজেই তার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন, সমিতির দায়িত্বে থাকবেন তিনি।

রোজিনা বলেন, ‘আমি একজন শিল্পী। নিজেদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি দেখে খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম। সামান্য এ পদ নিয়ে মামলা পর্যন্ত হলো। এটা আমার পুরো অভিনয় জীবনে দেখিনি। আমি লজ্জায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে ডিপজল, আলীরাজ ভাইসহ কয়েকজন শিল্পী আমাকে বুঝিয়েছেন। তারা বলেছেন আমাকে যোগ্য সম্মান দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমাকে জায়েদ খান বলেছে সিনিয়রদের সব বৈঠকে থাকা লাগবে না। শুধু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের সময় তাদের মতামত নেওয়া হবে। তাও সমিতিতে না আসতে পারলে ফোনে জানালেও চলবে। আমার মনে হয়েছে, তাহলে সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকতে সমস্যা নেই। আমি নতুন করে সিদ্ধান্ত নিয়েছি মেইল উইথ-ড্র করব।