মধ্যবিত্ত পরিবারের বেকার ছেলে শিশির। অনেক চেষ্টা করেও চাকরির ব্যবস্থা করতে পারছিল না। একপর্যায়ে কলেজ বুন্ধ তিতাসের সঙ্গে দেখা হয় শিশিরের। তিতাস তাকে বিয়ের শর্তে চাকরির সন্ধান দেয়।
মেয়েটির আগে একবার বিয়ে হওয়ায় শিশির প্রথমে রাজি হয় না। একপর্যায়ে পরিবারের কথা চিন্তা করে তিতাসের প্রস্তাবে রাজি হয় শিশির। নবনী নামের মেয়েটির বাবার সঙ্গে দেখা করে চাকরিতে যোগদান করে। কিন্তু সবকিছু শুনে বেঁকে বসে নবনী। চাকরির শর্তে বিয়ে করা ছেলেকে তার কাছে ব্যক্তিত্বহীন মনে হয়। প্রথমবারের মতো সে আর ভুল করতে চায় না। সম্পর্কের এমন টানাপোড়েনের মধ্যেই এগুতে থাকে ‘ভালোবেসে অবশেষে’ নাটকের কাহিনী।
নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নিশাত প্রিয়ম। আরও অভিনয় করেছেন আশিক চৌধুরী, কংকন দাশ, রকি খান, আমিনুর রহমান বাচ্চু, মূর্ছনা বিশ্বাস ঐশী, সাকিব শহীদ ইসলাম, মাকসুদুর রহমান, শাহাজান সোবহান, মমিন আহমেদ ও আফরোজা শশী। ইমন চৌধুরীর রচনায় নাটকটি প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী।
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ৩০ জুলাই শনিবার রাত ৯টায় প্রচারিত হবে ‘ভালোবেসে অবশেষে’ নাটকটি।